• December 27, 2024

ফটিকছড়িতে সন্ত্রাসী হামলায় যুবলীগ নেতা আহত

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে উপজেলা সদরে সন্ত্রাসী হামলায় হাসান (৩৮) নামে এক যুবলীগ নেতা আহত হয়েছে। এ সময় সন্ত্রাসীরা তার ব্যবহৃত মোটরসাইকেলটি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। বুধবার ১২ টায় ফটিকছড়ি সহকারি জজ আদালতেরর সামনে এঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যুবলীগ নেতা হাসান ও সাহেদ চায়ের দোকানে চা পান করতে গেলে একদল সন্ত্রাসী তার উপর অতর্কিত ভাবে লাটি সোটা নিয়ে হামলা করে। এতে হাসান গুরুত্বর আহত হয়। তার ব্যবহৃত মোটর সাইকেলটি ভাঙ্গচুর হয়।

এসময় তাদের স্থানীয় ব্যবসায়ীরা উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে চিকিৎসা নেন। হামলার শিকার যুবলীগ নেতা হাসান অভিযোগ করে জানান, হামলাকারীরা আওয়ামীলীগ নেতা নাজিম মুহুরীর অনুসারী।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাবুল আকতার বলেন, একটি অভিযোগ পেয়েছি। খোজ খবর নিচ্ছি। তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post