লক্ষ্মীছড়িতে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল কাল

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 269.1466; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
স্টাফ রিপোর্টার: বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল শনিবার। বেলা ২টায় এ ম্যাচ শুরু হওয়ার কথা রয়েছে।
সাবেক সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের মাঝে ট্রপি ও ক্রেস্ট বিতরণ করবেন। জেলা ও উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ বনাম হাজাছড়ি রাইজিং স্টার ক্লাব এর মধ্যে ফাইনাল ম্যাচে লড়াই হবে।
এদিকে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ওয়াদুদ ভূইয়ার আগমন উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ আয়োজনকে ঘীরে সকল প্রস্ততি সম্পন্ন করা হয়েছে বলে জানান আয়োজক কতৃপক্ষ।