বাংলাদেশকে উন্নত রাষ্ট্র্র দেখতে হলে দুর্নীতিকে না বলতে হবে-দুদক’র উপ পরিচালক

স্টাফ রিপোর্টার: ২০৪১ সালে দেশকে উন্নত রাষ্ট্র্র দেখতে চাইলে দেশকে দুর্নীতি মুক্ত করতে হবে। দুর্নীতিবাজদের দমন করতে হবে। এনিয়ে দুর্নীতি দমন কমিশন কাজ করছে বলে মন্তব্য করেছেন দুদকের উপ পরিচালক মোঃ সফি উল্ল্যাহ।
১৭ ফেব্রুয়ারি শুক্রবার সকালে স্বপ্ন-চূড়া রেস্টুরেন্টের হলরুমে খাগড়াছড়ি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের সাথে মত বিনিময় কালে তিনি এসব কথা বলেন। তিনি দুর্নীতি প্রতিরোধে সকল শিক্ষা প্রতিষ্ঠানে গণসচেতনতা সৃষ্টির জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন।
খাগড়াছড়ি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার, সদস্য ইসমাইল হোসেন, সুইচিংথুই মারমা,রফিকুল ইসলাম ও লিটন চৌধুরী বক্তব্য রাখেন।