বাংলাদেশ অনুর্ধ্ব-১৭,জাতীয় ফুটবল লীগ নিয়ে মিট দ্যা প্রেস খাগড়াছড়ির ক্রীড়া উন্নয়নে নেয়া হয়েছে নানা পকিল্পনা

স্টাফ রিপোর্টার: : তারুণ্যের উৎসব ২০২৫ “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানে এগিয়ে চলা বাংলাদেশ অনুর্ধ্ব জাতীয় ফুটবল লীগ খাগড়াছড়ি জেলা দল গঠন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে খাগড়াছড়িতে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত হয়েছে।
১২ জুলাই শনিবার সকালে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগ স্টেডিয়ামের সম্মেলন কক্ষে মিট দ্যা প্রেস এর আয়োজন করা হয়। এতে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব হারুন আর রশিদ, এডহক কমিটির সদস্য নজরুল ইসলাম, শাহরিয়ার ইউনুস, রূপায়ন ত্রিপুরা, এডহক কমিটির সদস্য ও ফুটবল কোচ জ্যোতিষ বসু ত্রিপুরা, মাদল বড়ুয়াসহ কর্মকর্তারা বক্তব্য রাখেন। অনুর্ধ্ব ১৭ ফুটবল টিম বাছাই ও টিম অংশ গ্রহণ নিয়ে মিট দ্যা প্রেসে সাংবাদিকদের উদ্দেশ্যে ক্রীড়ার মান উন্নয়নে নানামুখী পরিকল্পনার কথা তুলে ধরেন। বক্তব্যে ওঠে আসে অতীতের নানা সমস্যা, সংকট ও প্রতিবন্ধকতার কথা। ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে বক্তারা বলেন, আগামী সেপ্টেম্বর মাসে ১ম বিভাগ ফুটবল লীগ আয়োজন, অক্টোবর মাসে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও নভেম্বও মাসে জেলা প্রশাসক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনসহ ডিসেম্বর মাসে ১ম বিভাগ ক্রিকেট লীগের কথা জানান আয়োজকরা।
খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য নজরুল ইসলাম বলেন, আমরা যখন দায়িত্ব গ্রহণ করি এই স্টেডিয়ামের অবস্থা ছিলো অত্যন্ত নাজুক। এখানে আগত অতিথিরা অস্বস্থিতে ভোগতেন। মাঠে ছিলো এক ফুট পরিমাণ ঘাঁস, দরজা-জানালা ছিলো ভাঙ্গা, জরাজীর্ণ অবস্থা। আমরা দায়িত্ব নেয়ার পর সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি ক্রীড়ার মান উন্নয়ন করতে। সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার পরামর্শ ও দিক নির্দেশনায় ক্রীড়া উন্নয়ন এবং ক্রীড়া প্রেমীদের বিনোদনমুখী করতে যা যা প্রয়োজন পর্যায়ক্রমে করে যাবো।
এছাড়াও কমিটির সদস্য ও অন্যতম ক্রীড়া সংগঠক শাহরিয়ার ইউনুস বলেন, ক্রীড়া সংস্থা নিয়ে অতীতের যে বদনাম রয়েছে আমরা তা থেকে বেড়িয়ে আসতে চাই। খাগড়াছড়ি জেলাকে ক্রীড়া বান্ধব করে গড়ে তুলতে তরুণ প্রতিভাবানদের বাঁছাই করে খেলোয়াড়দের মধ্যে উৎসাহ বাড়ানোসহ কার্যক্রম গতিশীল করতে আমরা নিরলসভাবে কাজ করে যাবো, সেই ক্ষেত্রে সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।