বিএনপি প্রতিশোধের রাজনীতি করবে না-ওয়াদুদ ভূইয়া

শেয়ার করুন
স্টাফ রিপোর্টার: আওয়ামীলীগ প্রতিশোধের রাজনীতি করেছে, এরশাদ প্রতিশোধের রাজনীতি করেছে, আমরা উদারতার রাজনীতি করতে চাই, সহাবস্থানের রাজনীতি করতে চাই-আমরা প্রতিশোধের রজানীতি করবো না।  খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সভায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া এসব কথা বলেন। তিনি বলেন, সবাই যদি প্রতশোদের রাজনীতি করে তাহলে দেশ চলবে না, এলাকার উন্নয়ন হবে না, মানুষ ভালো থাকবে না। তাই দৃঢ়তার সাথে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলেও কোনো প্রতিশোধের রাজনীতি করবে না।  সবাইকে সঙ্গে নিয়ে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার আহবান জানান ওয়াদুদ ভূইয়া।

“শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে ধানের শীষে ভোট দিন” এই শ্লোগানকে সামনে রেখে আসন্ন নির্বাচন উপলক্ষে খাগড়াছড়ি জেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবসার, খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সহ সভাপতি ও সাবেক মেয়র মাটিরাঙ্গা পৌরসভা আবু ইউসুফ চৌধুরী, সহ সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু সহ সাংগঠনিক সিনিয়র নেতারা বক্তব্য রাখেন। সাংগঠনিক সভায় খাগড়াছড়ি জেলা ও উপজেলার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।। এছাড়াও জেলার সিনিয়র নেতৃবৃন্দ ও উপজেলার নেতৃবৃন্দ ও অঙ্গসংঠনের নেতবেৃন্দ  বক্তব্য রখেন।

সাংগঠনিক সভায় ওয়াদুদ ভূইয়া আরো বলেন, দীর্ঘ ১৭টি বছর বিগত ফ্যাসিস্ট সরকারের হাতে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন ভাবে নির্যাতনের স্বীকার হয়েছিলেন মন্তব্য করেন। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার হাতে সরকারের পতন হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এর পরেও তারা আরালে থেকে আসন্ন নির্বাচনকে বানচাল করতে পায়তারা করে যাচ্ছে। অপরদিকে জামা’য়াত ইসলামী ও বিভিন্ন ভোট কর্তনের অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করে, জামায়াতের মিথ্যা ও অপপ্রচার থেকে দুরে থাকর আহবান জানান তিনি।