বিজিবি কাবাডি প্রতিযোগিতায় চট্টগ্রাম রিজিয়ন চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার: বর্নিল আয়োজনে পর্দা নামল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র সর্ব বৃহৎ ক্রীড়া আসর “বিজিবি কাবাডি বিজিবি কাবাডি প্রতিযোগিতা-২০১৯”।

বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি’র যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩বিজিবি) সদর দপ্তরে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন বর্ডার গার্ড বাংলাদেশ চট্টগ্রামের দক্ষিণ পূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: আমিনুল ইসলাম সিকদার। এই সময় গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল হাই, যামিনীপাড়া ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্নেল মো: মাহমুদুল হক’সহ বিজিবি’র পদস্থ কর্মকর্তাগন ও বিভিন্ন রিজিয়ন হতে আগত খেলোয়াড় এবং সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজিবি গুইমারা সেক্টরের পরিচালনায় এ প্রতিযোগীতার ৫টি রিজিয়নের খেলোয়াড়রা অংশগ্রহন করেন। ফাইনাল ম্যাচে চট্টগ্রাম রিজিয়ন দল ৫৩ পয়েন্ট অর্জণ করে প্রতিপক্ষ দল সরাইল রিজিয়ন দলেক পরাজিত করে ২০১৯ সালের চ্যাম্পিয়ন হহওয়ার গৌরব অর্জন করে। সরাইল রিজিয়ন দলের সংগ্রহ ৩৯ পয়েন্ট।

Read Previous

খাগড়াছড়িতে মাদকবিরোধী আলোচনা সভা

Read Next

আমার বাবার নামে সড়ক আমি মানিকছড়ি আওয়ামীলীগ পরিবারে কাছে কৃতজ্ঞ