খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত খসড়া ভোটার তালিকায় জায়গা করে নিয়েছেন খাগড়াছড়ির ক্রীড়া সংগঠক ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মো. আনিসুল আলম চৌধুরী। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিসিবি নির্বাচন কমিশন প্রকাশিত ওই তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়।
খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে কাউন্সিলর হিসেবে মনোনীত হয়ে বিসিবির ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন আনিসুল আলম চৌধুরী। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন।
মনোনীত হওয়ার অনুভূতি জানিয়ে আনিসুল আলম চৌধুরী বলেন, “কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়াটা আমার জন্য গর্বের ও আনন্দের। কৃতজ্ঞতা প্রকাশ করছি যাদের অবদানে বিসিবি কাউন্সিলর পদে আমি নির্বাহী হয়ে তাদের প্রতি। আমি চেষ্টা করবো খাগড়াছড়ির তরুণ ক্রিকেটারদের জন্য আরও বড় পরিসরে কাজ করার এবং তাদের স্বপ্ন পূরণের পথ তৈরি করার।”
তিনি আরও বলেন, “খাগড়াছড়ি থেকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় দলে একজন খেলোয়াড় মূল দলে এবং আরও দু’জন স্কোয়াডে রয়েছে। এছাড়া নারী অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডেও রয়েছেন একজন নারী ক্রিকেটার। আমার লক্ষ্য এই সংখ্যাকে আরও বাড়ানো এবং পাহাড়ের ক্রিকেট প্রতিভাদের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি করা।”
আনিসুল আলম চৌধুরী জানান, বিসিবির সহযোগিতায় পার্বত্য এই অঞ্চলে আরও বেশি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন, নতুন উদ্যোগ ও অবকাঠামো উন্নয়নের পরিকল্পনাই তার মূল লক্ষ্য। “সবশেষে আমি চাই, পাহাড় থেকে নিয়মিতভাবে যেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলে খেলোয়াড় উঠে আসে। সেই লক্ষ্যে সবার সহযোগিতা নিয়ে কাজ করে যেতে চাই,” যোগ করেন তিনি।
খাগড়াছড়ির ক্রীড়া অঙ্গনের অনেকেই মনে করছেন, আনিসুল আলম চৌধুরীর এই অর্জন স্থানীয় ক্রিকেটের বিকাশে নতুন দিগন্ত খুলে দেবে এবং পাহাড়ের ক্রিকেটারদের জাতীয় পর্যায়ে পৌঁছানোর পথ আরও সুগম করবে।