• June 17, 2024

বিস্ফোরক মামলায় বাঘাইছড়িতে যুবদল নেতা গ্রেফতার

রাঙামাটি প্রতিনিধি: বিস্ফোরক দ্রব্য মামলায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন (৪৪) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ডিসেম্বর) দুপুরে উপজেলার চৌমহনী এলাকা থেকে এ নেতাকে আটক করা হয়।

স্থানীয় সুত্রে জানা যায়- সে দীর্ঘদিন ধরে যাবৎ জামায়াতের রাজনীতির সাথে সম্পৃক্ত। তবে বিএনপির দাবী সে উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক। গত ১৬ ডিসেম্বর আ’লীগ-বিএনপি সংঘর্ষের সময় আ’লীগ নেতারা তার বিরুদ্ধে সমাবেশে বেআইনি বিস্ফোরক দ্রব্য বহন করার অভিযোগ এনে ফৌজদারি ১৪৩,৩২৩,৩২৪,৩২৫,৩২৬,৩০৭,৩৭৯ বিস্ফোরক নিয়ন্ত্রণ আইনের তিন এর ক ধারার মামলা দায়ের করে।

বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) হীরু বড়ুয়া আটকের বিষয়টি নিশ্চিত করেছেন এবং আটক ব্যক্তিতে ২০ডিসেম্বর রাঙামাটি আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post