মোঃ কাউসারুল ইসলাম, মহালছড়ি: “জুলাইয়ের দীপ্তি অভিযানের শক্তি” এই স্লোগানে আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কাউট গ্রুপের আয়োজনে ৪র্থ অ্যাডভেঞ্চার ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়েছে। ২০ আগস্ট বুধবার এপিবিএন আইডিয়াল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এর উদ্বোধন করা হয়।
সারাদেশের ন্যায় এবারও দ্বিতীয় বারের মতো মহালছড়িতে আয়োজিত হচ্ছে স্কাউট ক্যাম্পটি। ৩ দিনব্যাপী চলমান স্কাউট ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ নাজমুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, মহালছড়ি এপিবিএন সহ-অধিনায়ক উক্যসিং মারমা, পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম, জেলা এডিসি রুমানা হক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার শচীন মৌলিক, থানা ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম,বাংলাদেশ স্কাউটস এর সদস্য সচিব মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, স্কাউটসের বিভাগীয় উপ-কমিশনার (চট্টগ্রাম অঞ্চল) মোঃ জয়নাল আবেদিন, এপিবিএন আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রাসেল আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে আবেগাপ্লুত হয়ে পড়েন জুলাই আন্দোলনে শহিদ মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ। তিনি জানান, গতবার শহীদ মুগ্ধকে নিয়ে এই ক্যাম্পে এসেছিলেন ঢাকা থেকে বাইকে করে। কিন্তু এবার তাকে একাই আসতে হয়েছে। তাই সবাইকে স্কাউটস এর থেকে শিক্ষা গ্রহণ করে সেটা দেশ ও জনগণের কল্যাণে কাজে লাগানোর অনুরোধ জানান।
অনুষ্ঠানে জেলা প্রসাশক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বাংলাদেশ স্কাউটসকে ধন্যবাদ জানিয়ে বলেন, খাগড়াছড়ি জেলাকে ২য় বারের মতো নির্বাচিত করে এই স্কাউটস ক্যাম্পের আয়োজনের জন্য আমি গর্বিত। স্কাউটস ক্যাম্পের থেকে শিক্ষা অর্জন করে সকল স্কাউটস দেশের ও জাতির কল্যাণে কাজ করবে এই আশা ব্যক্ত করেন। তিনি আরো বলেন, তরুণদের সাহসী আত্মনির্ভরশীল হয়ে উঠতে এ ধরনের উদ্যোগ যুগোপযোগী।
উদ্বোধন শেষে ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ নাজমুল ইসলাম বলেন, তরুণ সমাজকে সঠিক পথে গড়ে তোলার জন্য এ ধরনের ক্যাম্প ইতিবাচক ভূমিকা রাখবে। নতুন প্রজন্মকে দায়িত্বশীল, শৃঙ্খলাবদ্ধ এবং নেতৃত্ব গুণে সমৃদ্ধ করে তুলতে অ্যাডভেঞ্চার ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অ্যাডভান্সর ক্যাম্পে ৩ দিনে স্কাউটসরা আলুটিলা গুহা, দেবতা পুকুর, রিছাং ঝর্নায় ট্রেকিং, টিম বিল্ডিং এক্সারসাইজ, মুভি নাইট, এরোবিক্স, টিম গেইমস, সুইমিং প্রোগ্রাম, তাঁবু জলসা, সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানসহ বিভিন্ন প্রোগ্রাম রয়েছে।