• November 22, 2024

মহালছড়িতে ইউনিয়ন পর্যায়ে জিবিভি সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতামূলক সভা।

 মহালছড়িতে ইউনিয়ন পর্যায়ে জিবিভি সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতামূলক সভা।
মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা পুলিশের উদ্যেগে মহালছড়ি উপজেলার মাইসছড়িতে  ইউনিয়ন পর্যায়ে জিবিভি সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ ডিসেম্বর  বৃহস্পতিবার মাইসছড়ি ইউনিয়ন পরিষদ সভাকক্ষে  “শিক্ষা ও দক্ষতার মাধ্যমে নারী ও কন্যা শিশুর ক্ষমতায় ” প্রকল্পের আওতায়,  ইউনিয়ন পর্যায় জিবিভি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, মহালছড়ি থানার পুলিশ পরিদর্শক মো: আরাফাত, মাইসছড়ি ইউনিয়নের চেয়ারম্যান সাজাই মারমা এবং সংশ্লিষ্ট  ইউনিয়নের  সদস্যগণ সহ গণ্যমান্য ব্যক্তিগণ।
এসময় আলোচনা সভায় বক্তারা বলেন, পুরুষের পাশাপাশি নারীকেও  উচ্চশিক্ষায় শিক্ষিত করার মানসিকতা সৃষ্টি  করতে হবে। বাল্য বিবাহ বন্ধসহ নারীকে তার সঠিক অধিকার দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post