মহালছড়িতে কিশোরী ক্লাবের সদস্যদের নিয়ে সৃজনশীল কার্যক্রম ও আলোচনা সভা
মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মুবাছড়ির ইউনিয়নের হেডম্যান পাড়া গ্রামে বাংলাদেশ নারী প্রগতি সংঘ ও সিমাভি’র সহযোগিতায় খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির আয়োজনে জেন্ডার ভিত্তিক সহিংসতার ১৬ দিনের কর্মযজ্ঞ দিবস উপলক্ষে কিশোরী ক্লাবের সদস্যদের নিয়ে সৃজনশীল কার্যক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “ঐক্যবদ্ধ হয়ে নারী ও শিশুর সহিংসতা বন্ধ করি” শিরোনামে
৬ ডিসেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় হেডম্যান পাড়ার মিলেনিয়াম ক্লাব প্রাঙ্গনে খাগড়াপুর মহিলা কল্যান সমিতির কর্মসূচী কর্মকর্তা কাম প্রশিক্ষক স্বপ্না চাকমার সঞ্চালনায় স্থানীয় ইউপি সদস্য উচাপ্রু মারমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুপন চাকমা, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির প্রকল্প সমন্বয়কারি কাজল বরন ত্রিপুরা, মুবাছড়ি ইউপি’র নারী সদস্য কামনা চাকমা।
অনুষ্ঠানে স্থানীয় কিশোরীদের নিয়ে বাল্য বিবাহ ও মেয়েদের ঋতুস্রাব নিয়ে সমাজে কুসংষ্কার বিষয়ে নাটিকা প্রদর্শন সহ সচেতনতামূলক আলোচনা করা হয়। প্রধান অতিথি জোবাইদা আক্তার বলেন, বাল্য বিবাহ ও কুসংষ্কার রোধকল্পে সচেতনতা বাড়াতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে।