ছাদ ধসে দুই শ্রমিক নিহতের ঘটনায় খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ভবনের ছাদ ধসে দুই শ্রমিকের মৃত্যু ও পাঁচ জন গুরুতর আহতের ঘটনায় মামলা করা হয়েছে। খাগড়াছড়ি সদরের শালবন এলাকার সুরাজ খানের ছেলে জালাল খান মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকাল ২টার দিকে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলি) আদালতে পিটিশন দিলে বিচারক মো. ফরিদুল আলম এজাহার হিসেবে গণ্য করার জন্য সদর থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম।

মামলায় আসামি করা হয়েছে- খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, নির্বাহী প্রকৌশলী তৃপ্তি শংকর চাকমা, ঠিকাদার সেলিম ও সাব-ঠিকাদার প্রাণতোষ প্রকাশ প্রানন্ত বাবু।

আহতরা হলেন সদর উপজেলার শালবন এলাকার মৃত আবদুস সামাদের ছেলে রোকন (৩৮), আবদুস সালামের ছেলে হানিফ মিয়া (২৫), মোসলেহ উদ্দিনের ছেলে সোহেল (২০), থলিপাড়ার এলাকার লালু চান মিয়ার ছেলে হাসান (২৪), মাটিরাঙার আবদুল খালেকের ছেলে হানিফ (২০)।

ঘটনার দিন তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়াকে আহ্বায়ক, খাগড়াছড়ি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ও খাগড়াছড়ি এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে সদস্য করে পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হলেও সেটি এখনও দেওয়া হয়নি।

Read Previous

মহালছড়িতে কিশোরী ক্লাবের সদস্যদের নিয়ে সৃজনশীল কার্যক্রম ও আলোচনা সভা

Read Next

মানিকছড়িতে লিঙ্গ বৈষম্যমূলক আচরণগত দৃষ্টিভঙ্গি দূরীকরণ বিষয়ক ওরিয়েন্টেশন