• June 17, 2024

মহালছড়িতে দুর্গম এলাকায় পানী সরবরাহ করছে সেনাবাহিনী

মহালছড়ি প্রতিনিধি: খাগড়ছড়ির মহালছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় পানীয় জলের সংকট নিরসনে এগিয়ে এসেছে সেনাবাহিনী। দুর্গম এলাকা ধুমনীঘাট গ্রামে পানীয় জলের অভাব দেখা দিলে বিশুদ্ধ পানি সরবরাহ করেন মহালছড়ি জোনের সেনাবাহিনী।

শুক্রবার ধুমনীঘাট এলাকায় গিয়ে ৪-৫টি গ্রামের ২ শতাধিক পরিবারের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মেহেদী হাসান পিএসসি। তিনি বলেন, দুর্গম এলাকায় পানীয় জলের সংকট দেখা দিলে খবর পাওয়ার সাথে সাথে জোনের পক্ষ থেকে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করার উদ্যোগ নেওয়া হয়। এ এলাকায় যতদিন পানি সংকট থাকবে ততদিন পর্যন্ত পানি সরবরাহ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

উল্লেখ্য, প্রচন্ড তাপদাহে শুকিয়ে যায় ধুমনীঘাট এলাকার পাহাড়ের ঝিরি-ঝর্ণা। ফলে এলাকায় নিত্য ব্যবহার্য পানি ও পানীয় জলের অভাব দেখা দেয়। মাইলের পর মাইল উঁচু উচুঁ পাহাড় ডিঙিয়ে কয়েকটি পরিবার অনিরাপদ পানি সরবরাহ করতে পারলেও এ পানি পান করে অনেকেই অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে। এ সংকট নিরসনে মহালছড়ির সেনাবাহিনী বিশুদ্ধ পানি সরবরাহের উদ্যোগ নেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post