মহালছড়িতে নতুন বই বিতরণ

মহালছড়ি  প্রতিনিধি: সারাদেশের ন্যায় খাগড়াছড়ির মহালছড়িতেও উৎসবমূখর পরিবেশে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সকল কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে জাতীয় পাঠ্য পুস্তক বিতরন করা হয়েছে।

১ জানুয়ারী সোমবার সকাল ১০টায় মহালছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব উদ্বোধন করেন, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাসরিন উর্মি। এ সময় আরো উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাকলী খীসা, মহালছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দিপিকা খীসা, মহালছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধনমনি চাকমা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণ। বই বিতরন অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় অতিথিবৃন্দ বলেন, বছরের প্রথম দিনে পাঠ্যপুস্তক কোমলমতি শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া বর্তমান সরকারের প্রশংসনীয় উদ্যেগ। এ ধারাবাহিকতা বজায় থাকলে ঝড়ে পড়া শিক্ষার্থী কমে আসবে। শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে লেখাপড়ায় আগ্রহ বাড়বে বলে মন্তব্য করেন শিক্ষার্থীদের অভিভাবকগণ।

এছাড়াও  বিভিন্ন স্কুলে এ বই উৎসবের দিনে নৃত্য পরিবেশন, সাংষ্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে বই উৎসব উদযাপন করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post