• December 23, 2024

মহালছড়িতে সেনাবাহিনী বিনামূল্যে চিকিৎসা সেবা

মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ধনপুতি নামক দুর্গম পাহাড়ি অধ্যুষিত এলাকার গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে মহালছড়ি জোনের সেনাবাহিনী। ৩১ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ধনপুতি এলাকার জনসাধারণের মাঝে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সময় চিকিৎসা সেবা নিতে  বিভিন্ন জায়গা থেকে আসা রোগীদের মহালছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন ইমরান এর নেতৃত্বে চিকিৎসা ও বিনামূল্যে ঔষুধ প্রদান করেন।

আরএমও ক্যাপ্টেন ইমরান বলেন, এলাকার সেনাবাহিনী নিরাপত্তার পাশাপাশি জনসেবামূলক ও উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতার অংশ হিসেবে এ দুর্গম এলাকায় এসে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। এ কার্যক্রম জোনের আওতাধীন চিকিৎসা বঞ্চিত দুর্গম এলাকাগুলোতে মেডিকেল ক্যাম্পেইন বসিয়ে চিকিৎসা সেবা প্রদান করা হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post