• November 22, 2024

মহালছড়ি ও লক্ষ্মীছড়িতে ইউনিয়ন বিএনপি’র পদযাত্রা

 মহালছড়ি ও লক্ষ্মীছড়িতে ইউনিয়ন বিএনপি’র পদযাত্রা

পাহাড়ের আলো: খাগড়াছড়ি জেলার বিভিন্ন ইউনিয়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১১ফেব্রয়ারি শনিবার ইউনিয়ন পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর। জেলার মহালছড়ি উপজেলার সকল ইউনিয়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেলে স্থানীয় নেতাকর্মীদের অংগ্রহণের মাধ্যমে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

এ সময়ে উপস্থিত নেতাকর্মী সহ স্থানীয় জনগণের মাঝে ১০দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। ১নং সদর ইউনিয়ন, ২নং মুবাছড়ি, ৩নং ক্যায়াংঘাট, ৪নং মাইসছড়ি ইউনিয়নে একযোগে ১০দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে পদযাত্রায় অংশ নিয়ে বক্তারা বলেন গ‍্যাস, বিদ‍্যুৎ,চাল,ডাল তেল আটাসহ” নিত‍্য প্রয়োজনীয় দ্রব‍্য’ সার’ ডিজেল সহ কৃষি উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, ফ‍্যাসিস্ট সরকারের পদত্যাগ,দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল বিএনপির নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।

এদিকে এক কর্মসূচিতে লক্ষ্মীছড়ির ২টি ইউনিয়নে এ কার্যক্রম পালিত হয়েছে। সকাল সাড়ে ৮টায়  দুল্যাতলী ইউনিয়নে এবং বেলা ১০টার দিকে লক্ষ্মীছড়ির সদর ইউনিয়নে পদযাত্রা কর্মসূচি পালন করা হয়। দুল্যাতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মো: বাহারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: রফিকুল ইসলাম এবং লক্ষ্মীছিড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ইসলাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদার।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post