মহালছড়ি জোন কমান্ডার’ বিদায় ও বরণ অনুষ্ঠান
মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ পিএসসি’র বিদায় ও নবাগত জোন অধিনায়ক লে: কর্ণেল মেহেদি হাসান পিএসসি’র বরণ উপলক্ষে মহালছড়ি জোনের আয়োজনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় মহালছড়ি টাউন হলে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, বিদায়ী জোন অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ পিএসসি, নবাগত জোন অধিনায়ক লে: কর্ণেল মেহেদি হাসান পিএসসি, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাসরিন উর্মি, মহালছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান ক্যাচিংমিং চৌধুরী, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ নুরে আলম ফকির ও মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল প্রমূখ। এছাড়াও এলাকার হেডম্যান, কার্বারী, জনপ্রতিনিধিগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ মতবিনিময় সভায় বিদায়ী জোন অধিনায়ক লে: কর্ণেল মোসতাক আহমদ পিএসসি বলেন, এলাকার শান্তিপূর্ণ পরিবেশ অক্ষুন্ন রেখে সকল ধর্মাবলম্বী তথা পার্বত্য এলাকার বসবাসরত সকল জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান এবং ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ বজায় রাখার আহবান জানান। এলাকার শান্তি ও সম্প্রীতি বজায় রাখার স্বার্থে সকলকে নবাগত জোন অধিনায়কের প্রতি সার্বিক সহযোগিতার আহবান জানান। আলোচনা শেষে বিদায়ী জোন অধিনায়ককে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা ক্রেষ্ট প্রদান করেন মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা ও মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাসরিন উর্মি।