মাইজভান্ডার দরবার শরীফে পবিত্র শবে বরাতের দোয়া মাহফিল
স্টাফ রিপোটার: মাইজভান্ডার দরবার শরীফে মাহফিলে সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.) জঙ্গিবাদি সহিসংসতা বিশ্বকে নিরাপদ রাখতে জাতি ধর্ম নির্বিশেষে ধর্মীয় নেতৃত্বকে ঐক্যবদ্ধ হতে হবে শ্রীলংকায় ইস্টার সানডেতে বিভিন্ন গীর্জা ও উপাসনালয়ে জঙ্গিবাদি সহিংস হামলায় দুই শতাধিক নিরীহ মানুষের প্রাণহাণিতে গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান, আন্তর্জাতিক সূফী ঐক্য সংহতি সূফীজের চেয়ারম্যান ও মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন শাহ্সূফী হযরত সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)। ২১ এপ্রিল রবিবার ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফ গাউছিয়া রহমানিয়া মইনীয়া মন্জিলে আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার উদ্যোগে অনুষ্ঠিত পবিত্র শবে বরাতের মাহফিলে সভাপতির বক্তব্যে সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী বলেন, শবে বরাতের দিনে এবং ইস্টার সানডের মতো ধর্মীয় দিবসে জঙ্গিবাদি নৃশংসতা অত্যন্ত ঘৃণ্য ও নিন্দনীয়।
জঙ্গিরা যতোই নৃশংসতা দেখাক না কেন, তারা সংখ্যালঘু। সব দেশের শান্তিকামী মানুষ এদের বিরুদ্ধে প্রতিরোধের প্রাচীর গড়ে তুললে জঙ্গিবাদি নৃশংসতা থেকে পরিত্রাণ মিলতে পারে। তিনি জাতিধর্ম নির্বিশেষে সকল দেশের ধর্মীয় নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে একই পাটফরমে এসে জঙ্গিবাদি বিভীষিকা থেকে বিশ্ববাসীকে বাঁচাতে বৈশ্বিক নিরাপত্তা কৌশল খোঁজার এবং অভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী বলেন, দয়া-মায়া সহানুভূতি সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন হাল্কা হয়ে পড়ায় এবং মানবিক বন্ধনে চিড় ধরায় বিশ্বে জঙ্গিবাদি বিভীষিকা দিন দিন বাড়ছে। সূফী সাধকদের প্রদর্শিত ইসলামের শান্তি-উদারতা, সম্প্রীতি, সাম্য ও মানবিক বন্ধন জোরদার করে নিরাপদ পৃথিবী গড়ে তোলার ওপর তিনি গুরূত্বারোপ করেন। তিনি শ্রীলংকায় জঙ্গি হামলার পেছনে কারা জড়িত এদেও চিহ্নিত করে অবিলম্বে বিচারের মুখোমুখি করতে জাতিসংঘসহ বিশ্বের শক্তিধর দেশগুলোর পদক্ষেপ কামনা করেন। মাহফিলে বিশেষ অতিথি ছিলেন শাহ্জাদা সৈয়দ হাসনাইন-এ-মইনুদ্দীন।
আলোচনায় অংশগ্রহণ করেন, এইচ এম মন্জুরুল আনোয়ার চৌধুরী, আমতল ছিদ্দিকীয়া মইনীয়া দাখিল মাদ্রাসার সুপার হযরত মাওলানা বাকের আনসারী, হযরত মাওলানা এইচ এম মাকসুদুর রহমান, হযরত মাওলানা নঈম উদ্দীন, হাফেজ আব্দুল নবী, হাফেজ মোহাম্মদ জয়নাল আবেদীন প্রমুখ। সবশেষে বিশ্ব উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করেন হযরত শাহ্সূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)।