বঙ্গবন্ধু স্বাধীনতা স্মৃতি পদক পেলেন ডাঃ বি.কে বড়ুয়া

স্টাফ রিপোটার : সমাজ সেবা ও চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বঙ্গবন্ধু স্বাধীনতা স্মৃতি পদক পেয়েছেন বাঙ্গাল হালিয়া বাজারের চিকিৎসক ভুলু কুমার বড়ুয়া (বি.কে বড়ুয়া)। ১৭ এপ্রিল শিক্ষা, শ্রম, বন ও পরিবেশ রক্ষা সোসাইটি কর্তৃক ঢাকা জাতীয় প্রেসক্লাবে কনফারেন্স লাউন্স হলরুমে আয়োজিত ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে “হৃদয়ে বঙ্গবন্ধু ও উন্নয়নে বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বঙ্গবন্ধু স্বাধীনতা স্মৃতি পদক প্রদান করা হয়। অনুষ্ঠান উদ্ভোধন করেন বিচারপতি মো. সিকদার মুকবুল হক।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. নজরুল ইসলাম তালুকদার এম.পি, অর্থ মন্ত্রণালয়েল অতিরিক্ত সচিব পীরজাদা মো. শহিদুল হারুন, বিজিবি পরিচালক লে: কর্নেল মো. নজরুল ইসলাম, এবি ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান মো. ফজলে নিজামী খান, দূর্নীতি দমন কমিশনের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন, জয় পুতুল রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান লায়ন নজরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট মোঃ আব্দুল আউয়াল, উপজেলা চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ, ১৫ বি এন ব্যাটালিয়ানের কমান্ডার এ.এস.এম আজিজ উদ্দিন, বিশ্ব মানবাধিকার সংস্থা ভাইস প্রেসিডেন্ট ডঃ প্রীতি সারমান বড়ুয়া, উপজেলা আনসার ভিডিপি কমান্ডার মর্জিনা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষাশ্রম বন ও পরিবেশ রক্ষা সোসাইটি সংস্থার চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন রানা।

Read Previous

চিংড়ি প্রজননে সম্ভাবনাময় রাঙ্গুনিয়ার গোচরা ও পোমরা খাল

Read Next

মাইজভান্ডার দরবার শরীফে পবিত্র শবে বরাতের দোয়া মাহফিল