মাটিরাঙ্গায় উপজেলা বিএনপির সাংগঠনিক সভা

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: তৃণমূল পর্যায়ে দলকে সু-সংগঠিত করে গতিশীল করার লক্ষ্যে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি’র সাথে জেলা বিএনপি’র সাংগঠনিক সভা অনুষ্টিত হয়েছে।

৩ সেপ্টেম্বর বুধবার মাটিরাঙ্গা চৌধুরী কমিউনিটি সেন্টারে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সাংগঠনিক সভায় মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মো. বাহাদুর খাঁনের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাংগঠনিক সভায় ডিভিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, ও জেলা  বিএনপির সভাপতি, সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন জালালের সঞ্চালনায় এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবসার, জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি, নাছির আহম্মেদ চৌধুরী, জেলা জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক, মোশাররফ হোসেন, জেলা বিএনপির সহ-অর্থ সম্পাদক, জহির আহম্মদ, জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক বাদশা মিয়া, জেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক শাহেদুল হোসেন সুমন, পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম মজুমদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান সহ-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাটিরাঙ্গায় তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।