মানিকছড়িতে কাজুবাদাম ও কফি চাষের প্রশিক্ষণ কর্মশালা

মানিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় কাজুবাদাম ও কফি চাষের ওপর কৃষকদের মাঝে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
২২ মে রবিবার কাজুবাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় মানিকছড়ি উপজেলা কৃষি অফিসের আয়োজনে প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ হলে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।  দিন ব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাসিনুর রহমান।
প্রধান অতিথি হিসেবে ছিলেন,খাগড়াছড়ি পার্বত্য জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড.মো শফিউদ্দিন,জেলা প্রশিক্ষণ অফিসার মো. বাছিরুল আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: সালাহ্উদ্দিন কাউসার আফ্রাত প্রমূখ। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহন করেন।

Read Previous

রামগড়ে ধর্ষনের অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি শিক্ষক পরিবারের

Read Next

খাগড়াছড়িতে সাড়ে ৫হাজার লিটার সয়াবিন অবৈধ মজুদের দায় ২ ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা জরিমানা