মানিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়িতে সম্মিলিত সনাতনী সংগঠনের আয়োজনে ‘যুব সমাজের নৈতিক মূল্যবোধ অবক্ষয়রোধ’ শীর্ষক আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১ আগস্ট শুক্রবার বিকাল সাড়ে ৪টায় মানিকছড়ি কেন্দ্রীয় কালি মন্দির প্রাঙ্গণে সমাজ ও ধর্মীয় সংগঠক রবীন্দ্র ত্রিপুরার সঞ্চালনায় ও পার্বত্য হিন্দু উন্নয়ন সংসদের উপজেলা সভাপতি বাবুল দেওয়ানজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের খাগড়াছড়ি জেলা সভাপতি অশোক মজুমদার। এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয় সংস্কৃতি ও প্রাচ্যবিদ্যা প্রচার পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মিলন চন্দ্র দেব নাথ।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা সাধারণ সম্পাদক তমাল দাশ লিটন, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সাধন পাল, পার্বত্য হিন্দু উন্নয়ন সংসদ জেলা সাধারণ সম্পাদক দোলন দাশ, অবসরপ্রাপ্ত শিক্ষক অজিত কুমার নাথ, সন্তোষ কুমার চৌধুরী, কেন্দ্রীয় কালি মন্দিরের উপদেষ্টা রুপেন পাল, উপজেলা সনাতন সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক মিলন কান্তি দে, সদস্য সচিব আশীষ বরণ সেন, যুগ্ম আহ্বায়ক অমর কান্তি দত্ত, কেন্দ্রীয় কালি মন্দিরের সাবেক সভাপতি বাদল বরণ সেন, জন্মাষ্টমী উৎযাপন পরিষদের সভাপতি প্রিয়তোষ নাথ, সাধারণ সম্পাদক বিশেশ্বর মল্ল বিষু, সৎসঙ্গের সভাপতি তুষার পাল, উপজেলা হিন্দু উন্নয়ন সংসদের সাধারণ সম্পাদক সঞ্জয় দেব নাথ, সাংগঠনিক সম্পাদক পলাশ দেব ও কেন্দ্রীয় কালি মন্দির পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক রাহুল দেব নাথ।
এসময় বক্তারা বলেন, ‘বর্তমান যুব ও তরুণ সমাজের মধ্যে নৈতিক মূল্যবোধ অবক্ষয় পরিলক্ষিত হচ্ছে। ফলে অপরাধ প্রবণতা বৃদ্ধি, সম্পর্কের অবনতি, সহমর্মিতা ও শ্রদ্ধাবোধের অভাব দেখা দিচ্ছে’। ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে এই নৈতিক অবক্ষয়রোধ করা সম্ভব বলে মন্তব্য করেন বক্তারা।
আলোচনা শেষে উপজেলার বিভিন্ন স্তরের মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার লক্ষে অর্ধশতাধিক কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। এসময় উপজেলার বিভিন্ন পর্যায়ের সনাতনী নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।