মানিকছড়িতে সকল সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে সম্প্রীতি সভা জেলা প্রশাসনের

শেয়ার করুন
মানিকছড়ি প্রতিনিধি: আসন্ন দুর্গাপূজা, প্রবারণা উৎসব, কঠিন চীবরদান ও বড়দিনের অনুষ্ঠানকে সামনে রেখে খাগড়াছড়ি মানিকছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক কর্মকর্তা, ইমাম, পুরোহিত, ভান্তে, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি, পাড়া প্রধান, মৌজা প্রধান, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থতিতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইউএনও তাহমিনা আফরোজ ভুঁইয়ার সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা মো. আবদুর রাশেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্প্রীতি’ সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।
বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘ধর্মীয় উৎসব পালনের মাধ্যমে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হয়। সমাজে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বজায় রাখতে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার বিকল্প নেই। ধর্মীয় শিক্ষা মানুষকে ভালোবাসা ও সহনশীলতার পথ দেখায়। এই মূল্যবোধকে ধারণ করেই ধর্মীয় উৎসব পালন করতে হবে। আসন্ন দুর্গাপূজা, প্রবারণা উৎসব, কঠিন চীবরদান ও আাগামী বড়দিনের উৎসবকে ঘিরে কেউ যাতে পাহাড়ের সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেদিকে সবাই সচেতন থাকতে হবে’। পাশাপাশি উপজেলার বিদ্যুৎ সরবরাহসহ বিভিন্ন সমস্যা নিরসনে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, মানিকছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার অমিত কুমার দাশ ও মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল। এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম, প্যানেল চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. মনিরুজ্জামান, জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি এস.এম জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেন, সিনিয়র সাংবাদিক আবদুল মান্নান, মানিকছড়ি বাজার জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা নুরুল কবির, পার্বত্য হিন্দু উন্নয়ন সংসদের উপজেলা সভাপতি বাবুল দেওয়ানজী, রাঙ্গাপানি বৌদ্ধ বিহারের প্রতিনিধি শ্রীমৎ সারা ভিক্ষু, সাপমারা ব্যাপিস্ট চার্চের প্রতিনিধি শিমোন কুমার ত্রিপুরা, পাড়া প্রধান ক্যাজাই কার্বারী ও মৌজা প্রধান কংহ্লা চৌধুরী প্রমূখ।