মানিকছড়িতে অবৈধ বালু মহালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ৫০হাজার

মানিকছড়ি প্রতিনিধি: মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউপি’র মনিপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের গোপনে খবরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ। এ সময় অবৈধভাবে বালু উত্তোলন করায় ব্যবসায়ী মো. জামাল উদ্দীনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, উপজেলার যোগ্যাছোলা ইউপি’র মনিপাড়া এলাকায় জনৈক বালু ব্যবসায়ী অবৈধভাবে বালু উত্তোলন করার খবরে ১৮ অক্টোবর সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ সঙ্গীয় পুলিশ র্ফোস নিয়ে সেখানে অভিযান পরিচালনা করেন।

এসময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ব্যবসায়ী মো. জামাল উদ্দীন (৩৬) পিতা- আবদুর রহিমকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ০৪ ধারার অপরাধে ১৫ ধারায় শাস্তি হিসেবে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ জানান, উপজেলার একমাত্র বৈধ পয়েন্ট ব্যতিত অন্য কোন পয়েন্টে কাউকে অবৈধ পন্থায় বালু উত্তোলন করতে দেয়া হবে না।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post