মানিকছড়িতে আনন্দমূখর পরিবেশে বই উৎসব পালিত

মানিকছড়ি প্রতিনিধি: নতুন বই মানে আনন্দ,বই উৎসব মানে আনন্দের বন্যা। উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে পৃথক পৃথক ভাবে মানিকছড়িতে নতুন বই নিতে স্কুলে ভীড় জমিয়েছে ছাত্র-অভিভাবকরা। বই হাতে পেয়ে আনন্দে আত্মহারা শিক্ষার্থীরা। এ যেন আনন্দের বন্যা।

১ জানুয়ারী দেশ ব্যাপি পালিত হচ্ছে বই বিতরণ উৎসব। ফলে পার্বত্য খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার অর্ধশতাধিক প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠ ও আনন্দমূখর পরিবেশে বই বিতরণ অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ করতে এবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস পূর্ব থেকেই প্রতিষ্ঠান ভিত্তিক অনুষ্ঠানে অতিথিদের দায়িত্ব বন্টন করেন। ফলে প্রতিষ্ঠানগুলো পূর্ব থেকেই বই বিতরণ উৎসব নিয়ে নানা আয়োজন সাজিয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের উপস্থিতিতে বই বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ে পৃথক পৃথক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ করেছেন যথাক্রমে উপজেলা চেয়ারম্যান ¤্রাগ্য মারমা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও পাজেপ খাগড়াছড়ির সদস্য এম.এ. জব্বার, উপজেলা নির্বাহী অফিসার মো. আহ্সান উদ্দীন মুরাদ,অফিসার ইনচার্জ মো. মাইন উদ্দীন খান, ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বাবুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, মো.শহিদুল ইসলাম মোহন, মো. রফিকুল ইসলাম বাবুল, আওয়ামীলীগ নেতা এম.এ.রাজ্জাক, মো. আবুল কালাম, মো. মাঈন উদ্দীন, এম.ই.আজাদ চৌধুরী বাবুল, মো. সামায়ণ ফরাজী সামু, মো. জাহেদুল আলম মাসুদ, প্রধান শিক্ষক মো. মোফাজ্জাল হোসেন, মো. আতিউল ইসলাম, এম.কে.আজাদ, বিপ্লব বিজয় চক্রবর্তী, মংশেপ্রু মারমা, মো.বশির আহম্মদ, আব্রে মারমা, মো. হারুন উর রশিদ,মো. লুৎফর রহমানসহ প্রতিটি প্রতিষ্ঠানের বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতিগণ। নতুন বই হাতে পেয়ে মহা আনন্দে নেচে-গেয়ে মাঠ মাতিয়েছেন শিশু শিক্ষার্থীরা। এ যেন আনন্দের বন্যা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post