মানিকছড়িতে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মানিকছড়ি প্রতিনিধি: আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মানিকছড়িতে প্রশাসনের উদ্যোগে অনুষ্টিত হয়েছে আলোচনা সভা।
১৩ অক্টোবর সকাল সাড়ে ১১টায় সাংবাদিক আবদুল মান্নান এর সঞ্চলনায়,উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ এর সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামাল উদ্দিন এর স্বাগত বক্তব্যে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বাবুল। এতে আরো বক্তব্য রাখেন, যুব রেডক্রিসেন্ট প্রধান মো. আশরাফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, ক্যয়জরী মহাজন প্রমূখ।
সভায় প্রধান অতিথি মো. তাজুল ইসলাম বাবুল ও সভাপতি তামান্না মাহমুদ বলেন, প্রাকৃতিক দুর্যোগ প্রশমনে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। আর এসব উদ্যোগে বাস্তবায়নে কাজ করছেন জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠন রেডক্রিসেন্টসহ আরো অনেকে। ফলে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের এখানে ক্ষয়-ক্ষতি কম। এ ধারা অব্যাহত রাখতে ইতোমধ্যে সরকার সমতলে সাইক্লোন সেন্টার নির্মাণ করেছে। আর পাহাড়ে দুস্থ,অসহায় ও দরিদ্র এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠি দুস্থ পরিবারের জন্য আশ্রয়ন-২ প্রকল্পে নির্মিত হয়েছে বিশেষ ডিজাইনের ঘর। এছাড়া উপজেলায় আরো দেড় শতাধিক ঘর নির্মাণে প্রস্তাব পাঠানো হচ্ছে। এতে করে দুস্থ ও দরিদ্র জনগোষ্ঠি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সফল হবে। আর জনপ্রতিনিধি, প্রশাসন ও স্বেচ্ছাসেবী এগিয়ে এলে যে কোন দুর্যোগে প্রাণহানী ও ক্ষয়-ক্ষতি কমে আসবে।

Read Previous

রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Read Next

লক্ষ্মীছড়িতে ইমাম সম্মেলন অনুষ্ঠিত