• November 22, 2024

মানিকছড়িতে এসএসসি পরীক্ষায় পাশের হার ৭১.৭৬ভাগ, জিপিএ-৫ একজন

স্টাফ রিপোর্টার: এসএসসি পরীক্ষার ফলাফলে এবার মানিকছড়িতে গড় পাশের হার কিছুটা বেড়েছে। একমাত্র সরকারী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ না পাওয়ায় অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন। অন্য দিকে বেসরকারী ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান গিরিকলি কিন্ডার গার্টেন এন্ড পাবলিক স্কুলে একজন শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার সুভাগ্য অর্জন করেছে।

মানিকছড়ি উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ করেছে এক হাজার শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছ সাতশত জন। অকৃতকার্য তিনশত জন। পাশের হার ৭১.৭৬%। উপজেলার একমাত্র সরকারী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ না থাকায় অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন। যদিও বেসরকারী ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান গিরিকলি কিন্ডার গার্টেন এন্ড পাবলিক স্কুলের একজন শিক্ষার্থী কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের নামে পরীক্ষায় অংশ গ্রহন করে জিপিএ-৫ পেয়েছে।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ৮টি প্রতিষ্ঠানের মধ্যে রাণী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ১০২ জনে পাশ করেছে ৮৫জন। পাশের হার ৮৩.৩৩%। তিনটহরী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ১৯৩ জনে পাশ করেছে ১১৮জন। পাশের হার ৬১.১৪%। মানিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ৯৪ জনে পাশ করেছে ৭৪জন। পাশের হার ৭৮.৭২%।

কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ২৯০জনে পাশ করেছে ২০০জন। পাশের হার ৬৮.৯৭%। যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ৮৭ জনে পাশ করেছে ৫৮জন। পাশের হার ৬৬.৬৭%। ডাইনছড়ি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষাথী ৯৪ জনে পাশ করেছে ৬০জন। পাশের হার ৬৩.৮৭%। বড়ডলু উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ৬৫ জনে পাশ করেছে ৫৬জন। পাশের হার ৮৬.১৫%। বাটনাতলী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ৭৫ জনে পাশ করেছে ৪৯জন। পাশের হার ৬৫.৩৩%। আট শিক্ষা প্রতিষ্ঠানে গড় পাশের হার দাঁড়িয়েছে ৭১.৭৬%।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post