মানিকছড়িতে কারিতাসের উদ্যোগে বিনামূল্যে চারা বিতরণ

মো. ইসমাইল হোসেন: কারিতাস প্রমোশন অফ এগ্রো-ইকোলজি প্রকল্প’র (সিএইচটি) আওতায় মানিকছড়ি উপজেলার বিভিন্ন পাড়া থেকে আগত ৭০ জন উন্নয়ন সহযোগী কৃষকের মাঝে সামাজিক দূরুত্ব বজায় রেখে ও স্ব্যাস্থ্য বিধি মেনে বিভিন্ন ধরনে (ফলজ, বনজ, ওষধী) ৩ হাজার ৪শ ৩৪ টি গাছের চারা বিতরণ করা হয়েছে।

১৭ জুন বুধবার মানিকছড়ি উপজেলা করিতাস অফিস কার্যালয় সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ধরণের গাছের চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ। এ সময় কারিতাস প্রমোশন অফ এগ্রো-ইকোলজি প্রকল্প’র মাঠ কর্মকর্তা মো. সোলায়মান, সিনিয়র মাঠ সহায়ক পলাশ চাকমা প্রমূখ উপস্থিত ছিলেন।

কারিতাসের গৃহিত কার্যক্রমের প্রশংসা করে উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ বলেন, কারিতাসের সকল কার্যক্রম এ অঞ্চলের সুবিধাভোগীদের আর্থসামাকি উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে। আজ যে বিভিন্ন ধরণের গাছের চারা বিতরণ করা হয়েছে তা রোপন করে নিজেদের অর্থনৈতিক উন্নয়ন তথা পরিবেশে ও জলবায়ু পরিবর্তনের ঝুকি থেকে দেশকে রক্ষা করবে বলে তিনি মনে করেন।

Read Previous

‘করোনা’ দুর্যোগে নানা ঝুঁকির মধ্যেও চিকিৎসা সেবা দিচ্ছে স্বাস্থ্যকর্মীরা

Read Next

ব্রেকিং নিউজ : খাগড়াছড়িতে করোনায় আরো নতুন ১১ জনসহ জেলায় মোট আক্রান্ত ১১৫ জন