মানিকছড়িতে জাতীয় সমাজসেবা দিবস পালিত

মানিকছড়ি প্রতিনিধি: “সোনার বাংলায় মুজিববর্ষে,সমাজকল্যাণএগিয়ে চলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকছড়ি উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে জাতীয় সমাজসেবা জাতীয় সমাজসেবা দিবস-২০২০ পালিত হয়েছে।

২জানুয়ারী উপজেলা পরিষদ চত্তর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সম্মেলন কক্ষে“বাংলাদেশের সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও সমাজ সেবা অধিদপ্তর”শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানিকছড়ি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আইনুল হোসাইন জিলানী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধানঅ তিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) রুবাইয়া আফরোজ, সহকারী প্রোগ্রামার (আইসিটি) মো. শাকিল আহমেদ, সহকারি শিক্ষা অফিসার শুভাশীষ বড়–য়া, সমবায় অফিসার মো. আইউবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামাল উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধিভাতা,প্রতিবন্ধি শিক্ষা উপবৃত্তি,আরএসএস লোন, দগ্ধ ও প্রতিবন্ধি ভাতাসহ স্মার্ট কার্ড বিতরন করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post