মানিকছড়ি একতা যুব সংঘের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার: একতা যুব সংঘ। এটি একটি অরাজনৈতিক সংগঠন। রক্তদান, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক বিরোধী কর্মসূিচি, দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও খেলা দুলাসহ সমাজ সেবাই যাদের কাজ। ৩০ ডিসেম্বর বিকাল ৩টায় মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়নের ডেপুয়া মুসলিম পাড়া এলাকার অর্ধ শতাধিক হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিনটহরী ইউনিয়ন চেয়ারম্যামান আবুল কালাম আজাদ, সমাজ সেবা অফিসার আইনুল হোসেন জিলানি।

এছাড়া ইউপি সদস্য জয়নাল আবেদীন, সভা পতি জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি নাছির উদ্দিন, সহ সভাপতি মোঃ ইউছুফ,সাধারন সম্পাদক মো: হানিফ,যুগ্ন সম্পাদক খোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল্লা সজীব, রাজিব চক্রবর্তী, প্রমুখ উপস্থিত ছিলেন। দরিদ্র অংক্রা মারমা, বলেন পাহাড়ের প্রচন্ড শীতে যখন আমরা কাপছিলাম তখন এই সামাজিক সংগঠন আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আজ একটি কম্বল পেয়ে আমরা আনন্দিত।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post