রাঙামাটি ২৯৯ আসনে মনোনয়ন প্রত্যাহার করলো চার প্রার্থী
রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে রাঙামাটি ২৯৯ নং আসনে ৪জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। রোববার (৯ডিসেম্বর) বিকেলে এসব প্রার্থী জেলা নির্বাচন অফিসে আবেদনের মাধ্যমে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন বলে জেলা নির্বাচন অফিস সূত্রে জানানো হয়।
মনোনয়ন প্রত্যাহার প্রার্থীরা হলেন- কেন্দ্রীয় বিএনপি’র সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান, অনিবন্ধিত আঞ্চলিক দল সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী শরৎ জ্যোতি চাকমা, অনিবন্ধিত আঞ্চলিক দল প্রসীত চাকমার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) পাবআঞ্চলিক দল ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী শান্তি দেব চাকমা ও সচিব চাকমা ।
রাঙামাটি জেলা প্রশাসক ও রিটানিং অফিসার একেএম মামুনুর রশীদ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জানান- চার প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করায় বর্তমানে ৬জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে ঠিকে আছেন।
ডিসি আরও জানান- লড়াইয়ে ঠিকে থাকা প্রার্থীরা হলেন- আলীগের দীপংকর তালুকদার, বিএনপির মনিস্বপন দেওয়ান, জনসংহতি সমিতি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান এমপি উষাতন তালুকদার, জাতীয় পার্টির (এরশাদ) পারভেজ তালুকদার, বিপ্লবী ওয়ার্কাস পার্টির জুই চাকমা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জসীম উদ্দিন।
সোমবার সকাল ১০টায় স্বতন্ত্র প্রার্থদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে বলে ডিসি যোগ করেন।