শেষ সময়েও সরে দাঁড়াননি পেয়ারুল, স্বতন্ত্র প্রার্থী হিসেবে করছেন নির্বাচন

ফটিকছড়ি প্রতিনিধি: প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনেও প্রত্যাহার করেননি অাওয়ামীলীগ নেতা এটিএম পেয়ারুল ইসলাম। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তিনি সম্ভাব্য প্রতীক অাপেল নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন। এর অাগে দলের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্রোহী প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহারে খোলা চিঠির মাধ্যমে নির্দেশ দিলেও তা উপেক্ষা করেছেন পেয়ারুল। উল্লেখ্য, চট্টগ্রাম-২, ফটিকছড়ি সংসদীয় অাসনে জোটগতভাবে অাওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।
এ ব্যাপারে ফটিকছড়ি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহিরী বলেন, ফটিকছড়ির জনগণ যেই প্রার্থীকে চায়, তার পক্ষে ফটিকছড়ি আওয়ামীলীগ আছে। কোন প্রার্থীর পক্ষে কাজ করবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা নৌকায় আছি। কিন্তু নজিবুল বশরের পক্ষে নেই। কারণ তিনি আমাদের ছাড়া নির্বাচন করবেন বলে দুই বছর আগে প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন। তাই তার পক্ষে কাজ করা সম্ভব নয়।

Read Previous

রাঙামাটি ২৯৯ আসনে মনোনয়ন প্রত্যাহার করলো চার প্রার্থী

Read Next

চট্টগ্রামে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন যারা