রাঙ্গুনিয়ার নুরুল উলুম মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেয়ার করুন

শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া: রাঙ্গুনিয়া নুরুল উলুম ফাজিল মাদ্রাসায় ২০১৯ সালের ৭৩ তম ব্যাচের দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল মাদ্রাসার হলরুমে গতকাল অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা নাছির উদ্দিন তৈয়বীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা গভর্নিংবডির সভাপতি ও রাহাতিয়া নঈমীয়া নকশবন্দীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়্যদ মুহাম্মদ ওবাইদুল মোস্তফা নঈমী আশরাফী। শিক্ষক নিজাম উদ্দিন নঈমীর সঞ্চালনায় মাহফিলে বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ ড. আল্লামা মুহাম্মদ আবদুল হালিম, মাওলানা সৈয়্যদ মুহাম্মদ মুরাদ উল্লাহ নঈমী, মাওলানা মুহাম্মদ আবুল কাসেম নঈমী, মাওলানা মুহাম্মদ আবদুল কাদের নঈমী, অধ্যাপক আবদুল জব্বার, জাহাঙ্গীর আলম প্রমুখ।