রাঙ্গুনিয়ায় দিনব্যাপী গ্রামীণ কৃষি প্রযুক্তি মেলা অনুষ্টিত
রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা “কারিতাস’ এর স্থায়ীত্বশীল খাদ্য ও জীবিকায়ন নিরাপত্তা প্রকল্প (সুফল-২) এর আয়োজনে দিনব্যাপী গ্রামীণ কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সরফভাটার মীরেরখীল মাষ্টারপাড়া এলাকায় মেলা উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কারিতাসের মাঠ কর্মকর্তা (সিএমএফপি) জসিম উদ্দীন।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এডভোকেট রেহেনা আখতার বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মুস্তফা কামাল, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা খাইরুল আলম, উপসহকারি কৃষি কর্মকর্তা সহিদুল ইসলাম, কারিতাস লামার এগ্রো ইকোলজি (লামা) মাঠ কর্মকর্তা মামুন সিকদার, রাঙ্গুনিয়া কারিতাসের এফও গৌরি ভট্টাচার্য্য, এনিমেটর মো. নাসির উদ্দীন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, আব্বাস হোসাইন আফতাব, সরফভাটা ইউপি সদস্য মো. আলী, রেজিয়া বেগম সাবেক ইউপি সদস্য মো. খাইরুজ্জামান, নাসিম উদ্দীন সিকদার, সমাজসেবক নুরুল ইসলাম, রহমত উল্লাহ প্রমুখ। মেলা শেষে কৃষকদের নিয়ে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়।