খাগড়াছড়িতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি: গ্রন্থাগারে বই পড়ি, আলোকিত মানুষ গড়ি এ শ্লোগাানে খাগড়াছড়ি পার্বত্য জেলায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে জেলা গ্রন্থাগারের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপুর্ণ সড়ক পদক্ষিন শেষে জেলা গ্রন্থাগারের পাঠ কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: শাহ আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহ উদ্দিন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া। এতে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা ও লাইব্রেরিয়ান ওয়েন চাকমা প্রমুখ।

বক্তারা আলোকিত মানুষ গড়তে স্কুল ছাত্র ছাত্রীসহ সবাইকে লাইব্রেরী মুখী হওয়ার আহবান জানিয়ে বলেন, বই মানুষকে স্বশিক্ষিত এবং আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। পরে এ উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Read Previous

রাঙ্গুনিয়ায় দিনব্যাপী গ্রামীণ কৃষি প্রযুক্তি মেলা অনুষ্টিত

Read Next

কাপ্তাইয়ে ২ জন নিহতের ঘটনায় চন্দ্রঘোনা-বান্দরবান সড়কে অবরোধ