• December 21, 2024

রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে গতকাল শুক্রবার দুপুরে শান্ত গুহ (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বন্ধুদের সাথে গঙ্গা পূজা দিতে গিয়ে মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটেছে।

জানা যায়, উপজেলার চন্দ্রঘোনা কতমতলী ইউনিয়নের চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল ও কুষ্ঠ চিকিৎসা কেন্দ্রের ধোপা পুকুরে গঙ্গা পূজা দেয়ার পর তিনজনই পুকুরে ডুব দেয়। তিনজনের মধ্যে পানির নিচ থেকে দুইজন উঠে এলেও শান্ত গুহ গভীর পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ সে পানির নিচ থেকে না উঠায় অন্য দুই শিশুর খবরে এলাকাবাসী পানির নিচ থেকে তাকে উদ্ধার করে।

চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লিচুবাগান ব্যবসায়ী সমিতির সাবেক অর্থ সম্পাদক রিপন গুহের একমাত্র পুত্র সন্তান শান্ত গুহ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post