রাঙ্গুনিয়ায় প্রধান শিক্ষক ফোরাম গঠিত

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয়ে গত বৃহষ্পতিবার প্রধান শিক্ষক ফোরাম গঠন করা হয়েছে। খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান তালুকদারকে সভাপতি এবং মরিয়ম নগর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ কান্তি চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কোদালা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুলের সকল প্রধান শিক্ষকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এই কমিটি গঠন করা হয়।

কমিটিতে নির্বাচিত অন্যান্যরা হলেন সিনিয়র সহ সভাপতি পোমরা বঙ্গবন্ধু সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আবছার, সহ-সভাপতি পদে শিলক হামিদ শরীফ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এয়াকুব আলী, লালানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদল বরণ বড়ুয়া, যুগ্ম সম্পাদক নির্বাচিত হন সরফভাটা মীরেরখীল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু বক্কর, রাজাভুবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার আহমদ, সোনারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াস উদ্দিন, বিআইজেড বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার শীল, সাংগঠনিক সম্পাদক পদে ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম হোসেন, অর্থ সম্পাদক কোদালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর বড়ুয়া, প্রচার সম্পাদক পদে রফিকাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজুর রহমান, দপ্তর সম্পাদক পদে হরিহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনতোষ শীল, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে সরফভাটা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আকতার, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদুয়া সম্মিলনী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাধা শ্যাম দেবনাথ, মহিলা বিষয়ক সম্পাদক পশ্চিম শিলক বেদৌরা আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুবিনা ইয়াছমিন, সমাজ কল্যাণ সম্পাদক পদে কোদালা এম এ তাহের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণা পাল, সদস্য যথাক্রমে শহীদ জিয়া নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম ও সুখবিলাস উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রিক্তা।

Read Previous

রাইখালীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

Read Next

সাতকানিয়ায় অভিনভ কায়দায় চুরি, আতঙ্কে এলাকাবাসী