রাঙ্গুনিয়া ও কাপ্তাইয়ে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৫, আহত ৫

শান্তি রঞ্জন চাকমা,রাঙ্গুনিয়া: রাঙ্গুনিয়া ও কাপ্তাইয়ে পৃথক সড়ক দৃর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে। তাঁরা হলেন ডেজি দত্ত (৩৫), আবুল কালাম (৬৮), মো. আকবর হোসেন (২৫), আদৃশ সোইম আয়ান (৭ মাস), সুমন (৪৫)। আহত হয়েছে আরো ৫ জন। তাঁরা হলেন আবদুল কাদের (৪৫), আবুল কালাম (৪০), মোহাম্মদ মুছা (৩০), মো. গিয়াস (২৬)। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালসহ আরো দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম তথ্য নিশ্চিত করেছেন।
বৃহষ্পতিবার (২৫ মার্চ) চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের কালুগোট্টা এলাকায় রাতে এই দূর্ঘটনা ঘটে। আহতদের অবস্থা আশংকাজনক জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

পুলিশের সহকারি পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম ও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুব মিল্কি বলেন, ট্রাকের সাথে দুটি সিএনজি চালিত অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষ হয়। দূর্ঘটনা কবলিত গাড়ি তিনটি উদ্ধার করা হয়েছে। হেলথ কেয়ার হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. শহীদ বলেন, “ আহত দুজনকে আমাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে কাপ্তাই উপজেলার রাইখালী এলাকায় বৃহষ্পতিবার রাতে চন্দ্রঘোনা-বান্দরবান সড়কে চাঁদের গাড়ির চাপায় সুমন নামের এক রিক্সা চালক নিহত হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত রাতে পুলিশ দূর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করেছে।

Read Previous

লক্ষ্মীছড়িতে অনুষ্ঠিত হলো স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নানা আয়োজন

Read Next

খাগড়াছড়ির গুইমারায় সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে স্বাধীনতা মেলা ও সমরাস্ত্র প্রদর্শনী