• February 21, 2025

রামগড়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতি সভা

 রামগড়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতি সভা

রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা:

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে এক প্রস্তুতি মূলক সভা সোমবার ১৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

এতে রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মমতা আফরিন এর সভাপতিত্বে সভায় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক- রাজনৈতিক- সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হবে বলে সভায় জানানো হয়। উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন বলেন, ভাষা শহিদদের স্মরণে এবং মাতৃভাষার মর্যাদা অক্ষুণ্ন রাখতে সকলকে একযোগে কাজ করতে হবে।

এসময় উপস্থিত অতিথিরা দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন এবং সর্বস্তরের জনগণকে এতে অংশ নেওয়ার আহ্বান জানান। সভায় রামগড় উপজেলার বিভিন্ন সরকারি- বে-সরকারি দপ্তরের এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ- প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply