রামগড়ে স্টেক হোল্ডারের সাথে যুব হুইসেল ব্লোয়ারের অন্তর্ভুক্তকরণ সভা
রামগড় (খাগড়াছড়ি)প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা রামগড় উপজেলায় আস্থা প্রকল্পের আওতায় ও তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নে রামগড় উপজেলা ইয়ুথ গ্রুপের সদস্যদের নিয়ে স্থানীয় প্রভাবশালী এবং সম্ভাব্য স্টেক হোল্ডারদের সাথে যুবদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তকরণ সভা অনুষ্ঠিত।
২০ অক্টোবর রবিবার দুপুর ১২ টায় রামগড় পৌরসভাস্থ ১ নং ওয়ার্ডে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা ইয়ুথ গ্রুপের আহবায়ক পুলক বড়ুয়ার সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন উপজেলা কার্বারী এসোসিয়েশনের সভাপতি আনন্দ মোহন ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ রামগড় আঞ্চলিক শাখার সভাপতি হরিসাধন বৈষ্ণব, রামগড় রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক রতন বৈষ্ণব ত্রিপুরাসহ উপজেলা ইয়ুথ গ্রুপের সদস্য মো: হাসান ও চুপান্তি ত্রিপুরা প্রমূখ।
অপরদিকে- জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য রতন বৈষ্ণব ত্রিপুরার সভাপতিত্বে সোমবার ২১ অক্টোবর দুপুর ১২ টায় আস্থা প্রকল্পের সহযোগিতায় সম্প্রীতি সহনশীলতা প্রচারের জন্য সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করতে নাগরিক প্লাটফর্মের সাথে যুবদের সংগহীত ” তথ্য বিনিময় সভা” অনুষ্ঠিত হয়। এসময় জেলা আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার রিটন চাকমার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ইয়ুথ গ্রুপের সদস্য-সদস্যাসহ এলাকায় গন্যমান্য ব্যাক্তিবর্গ।