রামগড় সোনাইছড়ি খালের পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু

শেয়ার করুন

রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: খাগড়াছড়ির রামগড় কালাডেবাস্থ সোনাইছড়ি খালের উপর পুরোনো জরাজীর্ণ সুইজ গেইটে গোসল করতে নেমে পানিতে ডুবে প্রাণ গেলো ১২ বছরের কিশোর নূর নবীর।

সোমবার (১লা সেপ্টেম্বর) দুপুরের দিকে সহপাঠিদের নিয়ে রামগড় উপজেলার সোনাইছড়ি খালের উপর নির্মিত পরিত্যক্ত একটি সুইজগেইটে গোসল করতে নেমে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর নবী (১২) রামগড় ইউনিয়নের লামকুপাড়া এলাকার মো: লিটন এর ছেলে।

সে লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনির ছাত্র। নিহতের মামা ইসমাইল হোসেন জানান, সহপাঠীদের নিয়ে স্লুইসগেইটে জলপ্রবাহ দেখতে গিয়ে পানিতে নেমে আনন্দ করে গোসল করতে নামে। অসর্তকতাবশত: খালের অংশে (কুম) সে ডুবে যায়।

পরে সহপাঠীদের আত্মচিৎকারে আমরা ছুটে এসে ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের সহযোগিতায় স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) বিশ্বান্তর বড়ুয়ার নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার করে হাসপাতলে নিয়ে যান। পরে হাসপাতালে কর্তব্যেরত চিকিৎসক নূর নবীকে মৃত্যু ঘোষণা করেন। রামগড় থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন জানান, পানিতে ডুবে কিশোরের মৃত্যুর ঘটনায় আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।