রামগড়ে কৃষকদের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণ

রামগড় প্রতিনিধি:  রামগড় উপজেলায় আউশ ধান চাষের জনপ্রিয়তা  বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক  কৃষকদের মাঝে প্রনোদনা হিসেবে আউশ ধানের বীজ ও সার বিতরন করা হয়।
রবিবার(১৯ এপ্রিল)সকাল ১১টায় রামগড় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত বিতরন কার্যক্রম শুভ উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, এসিল্যন্ড সজীব কান্তি রুদ্র, অফিসার ইনচার্জ  সামসুজ্জামান,  কৃষি অফিসার ও কৃষিবিদ নাছির উদ্দিন চৌধুরী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলী আহম্মেদ প্রমূখ।
সংশ্লিষ্ট  কর্মকর্তা এ প্রতিনিধিকে জানান- রামগড় উপজেলায় প্রনোদনা হিসেবে প্রতি জন কৃষকদের মাঝে ৫ কেজি আউশ ধানে বীজ, ডিএমপি সার ২০কেজি ও এমওপি সার ১০ কেজি হারে  ৪৫০জন কৃষকদের মাঝে বিতরন করা হচ্ছে বলে জানান। এতে আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা আলী আহম্মেদ,সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার ফয়েজ আহাম্মদ, স্থানীয় সাংবাদিকসহ প্রণোদনার উপকরণ প্রাপ্ত কৃষক-কৃষাণী বৃন্দ।

Read Previous

মানিকছড়ি বেদে পল্লীতে ত্রাণ সামগ্রী বিতরণ

Read Next

মহালছড়িতে ব্যাক্তিগত উদ্যোগে বিভিন্ন গ্রামে খাদ্য সহায়তা প্রদান