• December 26, 2024

রামগড়ে বিএনপি প্রার্থীর গণসংযোগে আ’লীগের হামলায় আহত ১২, প্রতিবাদ মিছিল

স্টাফ রিপোর্টার: রামগড় উপজেলায় সোনাইপোল এলাকায় বিএনপির প্রার্থীর নির্বাচনী গণসংযোগে আওয়ামীলীগের হামলায় ১০ জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে এ ঘটনায় ঘটে। এতে গুরুত্বর আহত মো: কামাল হোসেন নামের ১ জনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর পর তাৎক্ষনিক প্রতিবাদ মিছিল করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি। খাগড়াছড়ি জেলা জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো: আবু তালেব স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেসবার্তায় এ খবর জানানো হয়।

বিএনপির অভিযোগ, বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণার গণসংযোগে চলাকালে অতর্কিত হামলা চালায়। এতে রামগড় উপজেলা পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, পৌর শ্রমিকদলের সভাপতি মো:কামাল উদ্দিন,৭নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি মো: শাকিল,৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি খোরশেদ আলম, সি: সিহ-সভাপতি মো: আরিপ,৬ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক মো: রানা, যুবদল নেতা, মো: রাসেল, জয়নাল আবেদিন, তানভির, ছাত্রদল নেতা মোশারফ, শরীফ, স্বেচ্ছাসেবক দলের নেতা নিজাম উদ্দিন, আ: রহিমসহ ১২ জন আহত হয়েছে।

বিএনপির তাৎক্ষনিক প্রতিবাদ মিছিল করে খাগড়াছড়ি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্ত্বরে গিয়ে সমাবেশে জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা না নিলে জেলা রির্টারিং অফিসারের কার্যালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারী জানান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post