রামগড়ে মাসিক আইন-শৃংখলা সভা

রামগড় প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ১০ফেব্রুয়ারি সোমবার উপজেলা পরিষদ হল রুমে কমিটির সভাপতি ইউএনও(ভা.) সরওয়ার উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় রামগড়ের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে বক্তাগন বলেন জাতি,ধমর্, বর্ণ নির্বীশেষে সকলের প্রতি শান্তি-শৃংখলা বজায় রাখার সকলের দায়িত্ব কর্তব্য রয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তবে অত্র উপজেলায় বিভিন্ন এলাকায় মাদক, শ্রীলং জুয়া খেলা, লাইসেন্স বিহীন টমটম পার্কিং, অবৈধ্য পাহাড় কাটা-বালু উত্তোলন বেড়ে গেছে। বিষয়টি বন্ধ না করলে সামনে আইন-শৃংখলা অবনতিসহ পরিবেশের উপর প্রভাব পরবে বলে বক্তাগন বলেন।

সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন ওসি তদন্ত মনির হোসেন, বিজিবি প্রতিনিধি জোন এনসিও রুহুল, সাবেক মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, উপজেলা দুপ্রক সভাপতি শাহআলম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি নিজাম উদ্দিন, সাংবাদিক করিম শাহ্, বাজার কমিটির সদস্য শাহআলম।

উপস্থিত ছিলেন ১নং ইউপি চেয়ারম্যান শাহআলম মজুমদার, প্যানেল মেয়র ও মহিলা সদস্যা কণিকা বড়–য়া, বিভিন্ন দপ্তরের সরকারী বেসরকারী কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, বিজিবি-আনসার-বাজার কমিটির প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকগন প্রমূখ।

Read Previous

৩০পারা বুখারী শরীফে মানুষের জীবন পরিচালনার শাশ্বত দিক নির্দেশনা বিদ্যমান

Read Next

কারিতাসের উদ্যোগে মাটিরাঙ্গায় শিক্ষা উপকরণ বিতরণ