রামগড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা
রামগড় প্রতিনিধি: রামগড়ে গরীব ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পিং এর আয়োজন করে ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন।
৩ এপ্রিল সকালে জেলার রামগড় উপজেলার নাকাপাস্থ তালমনিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপি আয়োজিত মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা সাব-জোন অধিনায়ক ক্যাপ্টেন মুফতি মাহমুদ জয়। এসময় ক্যাম্পে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেন ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো: মাহমুদুল হাসান।
এদিন সেনাবাহিনীর মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো: মাহমুদুল হাসান ও সেনাবাহিনীর ১৪ ফিল্ড রেজিমেন্টর সার্বিক সহযোগীতায়
সিন্দুকছড়ি জোনের আওতাভুক্ত নাকাপা, পাতাছড়া, পাকলা পাড়া, মধুপুর, থলিপাড়াসহ বিভিন্ন এলাকার প্রায় সহস্রাধিক পাহাড়ী-বাঙ্গালী গরীব ও অসহায় রোগীকে দিনব্যাপি বিনামূল্য চিকিৎসা ও বিনামূল্য ওষুধ বিতরণ করা হয়। এসময় ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের সামরিক পদস্থ কর্মকর্তাগন মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন।