রামগড়ে হানাদার মুক্ত দিবস পালিত

রতন বৈষ্ণব ত্রিপুরা,রামগড়: খাগড়াছড়ি রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে ৮ডিসেম্বর সকাল ৯ টায় উপজেলা চত্ত্বর বিজয় ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে যথাযথ মর্যাদায় রামগড় হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মু,মাহমুদ উল্লাহ মারুফ এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী। এতে বিশেষ অতিথি ছিলেন-সহকারী কমিশনার (ভূমি) সজীব কান্তি রুদ্র, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ওসি সামসুজ্জামান, পৌর মেয়র মোহাম্মদ কাজী শাহজাহান, সংরক্ষিত নারী সদস্যা কণিকা বড়–য়া, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, বিবি আয়শা, কাউন্সিলর মো: আবুল বশর-বাদশা মিয়া, আবুল কাশেম, উপজেলা আ’লীগের সভাপতি মোস্তফা হোসেন, সাধারণ সম্পাদক কাজী আলমগীর, পৌর আ’লীগের সভাপতি রফিকুল আলম কামাল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান।

এতে আরো উপস্থিত ছিলেন, সরকারী-বেসরকারী কর্মর্কতা, স্থানীয় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য-সসদ্যা, রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিক প্রমূখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post