রামগড়-তানাক্কাপাড়া সীমান্ত সড়ক প্রকল্পে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ প্রদান

Homeস্লাইড নিউজশিরোনাম

রামগড়-তানাক্কাপাড়া সীমান্ত সড়ক প্রকল্পে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ প্রদান

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়-তানাক্কাপাড়া(মাটিরাঙ্গা) সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্পে ক্ষতিগ্রস্ত ফসলি জমির মালিকদের মাঝে ক্ষতিপূরণের নগদ

খাগড়াছড়ির বিভিন্ন সড়কের ৪২টি সেতু উদ্বোধন কাল
রামগড়ে রাষ্টীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা চাঁন মিয়ার দাফন
পৌর নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি থাকছে না

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়-তানাক্কাপাড়া(মাটিরাঙ্গা) সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্পে ক্ষতিগ্রস্ত ফসলি জমির মালিকদের মাঝে ক্ষতিপূরণের নগদ অর্থ প্রদান করা হয়েছে।

৭ নভেম্বর রোববার নির্মাণাধীন রামগড়-তানাক্কাপাড়া সীমান্ত সড়কের পিলাক ছড়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনীর ২০ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন (ইসিবি)। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ২০ ইসিবি’র অধিনায়ক ও সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক লে. কর্ণেল আমজাদ হোসেন দিদার, বিএসপি, পিএসসি, রামগড় ৪৩ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর মনিরুল হাসান ও ২০ ইসিবি’র প্রকল্প কর্মকর্তা মেজর এস এম খালেদুল ইসলাম সহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ২০ ইসিবি’র অধিনায়ক ও প্রকল্প পরিচালক লে. কর্ণেল আমজাদ হোসেন দিদার স্থানীয়দের সহযোগীতা কামনা করে বলেন, সীমান্ত সড়ক হলে এ অঞ্চলের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি স্থানীয়দের জীবন মান উন্নত হবে। তিনি আরো বলেন-অত্র অঞ্চলের জীবনমান, শিক্ষা, যোগাযোগ , কৃষি বিপননে ব্যাপক পরিবর্তনসহ এই অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীমান বৃদ্ধি পাবে। এসময় স্থানীদের মধ্যে বক্তব্যে প্রদান করেন মাটিরাঙা ৬নং সদর ইউপি চেয়ারম্যান চন্দ্র কিরণ ত্রিপুরা, স্থানীয় স্কুল শিক্ষক দুলাল ত্রিপুরা, রামগড় ১ইউপির স্থানীয় মহিলা মেম্বার চাইওয়া চৌধুরী প্রমূখ।

পরে ২৮ জন ক্ষতিগ্রস্থ কৃষকের মাঝে ফসলের ক্ষতি বাবদ ৩ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা নগদ প্রদান করেন। উল্লেখ্য, রামগড় সদর থেকে মাটিরাঙা উপজেলার করইল্যাছড়ি ৫৫ কিলোমিটার দৈর্ঘ্যর সড়কটি নির্মাণ করছেন বাংলাদেশ সেনাবাহীনির ২০ ইঞ্জিনিয়ার কনেস্ট্রাকশন ব্যাটালিয়ন এর ৩৪ ইঞ্জিনিয়ার কনেস্ট্রাকশন ব্রিগেড ।

গত ১১ সেপ্টেম্বর রামগড়ের পিলাকছড়া এলাকায় প্রকল্পটির কর্যক্রম উদ্বোধন করেন প্রকল্পের উপ-সাইট ইনচার্জ ২০ ইসিবি’র সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ মমতাজ উদ্দিন আহমেদ ।