লংগদুতে সপ্তাহ ব্যাপী ‘বিঝু উৎসব’র উদ্বোধন
লংগদু প্রতিনিধি: লংগদু উপজেলায় বড়াদম এলাকাবাসীর উদ্যোগে সপ্তাহ ব্যাপী বিঝু উৎসব পালন উপলক্ষে বিভিন্ন গ্রামীন খেলাধুলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বড়াদম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৪এপ্রিল বৃহষ্পতিবার বিকালে আয়োজিত সপ্তাহ ব্যাপী ‘বিঝু’ উৎসব উদ্বোধক হিসেবে উদ্বোধন করেন, লংগদু বড়াদম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুগত লংকার।
এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাতিত্ব ও বক্তব্য রাখেন, লংগদু সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব ত্রিপুরা। জনসংহতি সমিতির লংগদু শাখার সাধারণ সম্পাদক মনি শংকর চাকমার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, লংগদু সেনা জোনের নবাগত জোন কমান্ডার লেঃ কর্ণেল মিরাজ হায়দার চৌধুরী (পিএসসি)।
পরে জোন কমান্ডার লেঃ কর্ণেল মিরাজ হায়দার চৌধুরী বিঝু উপলক্ষে আয়োজিত ফুটবল ম্যাচ উদ্বোধন করেন। এসময় কয়েক শত দর্শক জনপ্রিয় ফুটবল খেলা উপভোগ করেন।
অনুষ্ঠানেবিশেষ অতিথির বক্তব্য রাখেন, নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম। এছাড়া স্থানীয় চন্দ্র সুরৎ কার্বারী, লংগদু ইউপি মহিলা সদস্য আরতি বালা চাকমা সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।