লক্ষীছড়ি বাজারে জোন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের সাধারণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের অংশ হিসেবে লক্ষীছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ১১ জানুয়ারি রোববার সকাল ৯ঘটিকায় লক্ষীছড়ি বাজার এলাকায় লক্ষীছড়ি জোনের উদ্যোগে একটি বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম আয়োজন করা হয়।

উক্ত চিকিৎসা সেবা কার্যক্রমটি লক্ষীছড়ি জোনের মেডিকেল অফিসার (RMO) এর তত্ত্বাবধানে পরিচালিত হয়। বাজার দিন হওয়ায় প্রত্যন্ত অঞ্চল থেকে আগত নারী, পুরুষ ও শিশুসহ মোট ৬০ জন উপজাতি ও বাঙালি জনগণ এই চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসা প্রদান ছাড়াও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

এই মানবিক উদ্যোগের ফলে দূরবর্তী এলাকার জনগণ সহজেই চিকিৎসা সেবা লাভের সুযোগ পায়, যা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। লক্ষীছড়ি জোন ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি এবং জনগণের জীবনমান উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।