স্টাফ রিপোর্টার: গণসচেতনতা বৃদ্ধি, সততা চর্চা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা।
২১ আগস্ট বৃহস্পতিবার সকালে পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়াজন করা হয়। হয়। পুরো আয়োজন ছিল প্রাণবন্ত ও প্রতিযোগিতামূলক, যেখানে অংশগ্রহণকারীদের যুক্তি, বিশ্লেষণ এবং উপস্থাপনার দক্ষতা দর্শক ও বিচারকদের মন জয় করে নেয়। দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, রাঙ্গামাটি এর সহযোগিতায় প্রতিযোগিতার আয়োজন করে জেলা লক্ষ্মীছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
লক্ষ্মীছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারণ সম্পাদক মো; মোবারক হোসেনে এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন, পার্বত্য জেলা পরিষদ সদস্য অনিমেয় চাকমা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার ও উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন, মো: তোফাজ্জল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, দুর্নীতি প্রতেরোধ কমিটির সদস্য, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকরা।